নাটোর প্রতিনিধি : নাটোরের হরিশপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ সকাল থেকে জঙ্গি আস্তানা সন্দেহে হরিশপুর এলাকার আমজাদ হোসেনের বাড়িটি ঘিরে রাখে। চার মাস আগে আরিফ হোসেন ও সুফিয়া বেগম নামে দুজন জাতীয় পরিচয়পত্র দিয়ে নার্গিস গার্ডেন নামে তিনতলা ভবনটির নিচতলা ভাড়া নেয়। বাড়ি ঘেরাওয়ের পর থেকেই পুলিশ তাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য আহ্বান জানায়। পরে দুপুর দেড়টার দিকে নার্গিস গার্ডেন নামে একটি বাড়িতে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি বলে জানান সদর থানার ওসি মশিউর রহমান।
এদিকে একই এলাকার আব্দুল হাইয়ের বাড়িটিও ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে চারজন অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে।