হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনার মাস্টার মাইন্ড বিএনপির নেতারাই

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় রংপুর জোনের ১৯টি এবং রাজশাহী জোনের ১৬টি ব্রিজের নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনার মাস্টার মাইন্ড বিএনপির নেতারাই। ওবায়দুল কাদের বলেন, ‘হামলার ঘটনার ফুটেজ আছে। এ হামলা কীভাবে হয়েছে তা দিবালোকের মত পরিষ্কার। এটা অনুপ্রবেশ নয়, এটা পূর্বপরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপির নেতৃত্ব, তারাই এ হামলা করিয়েছে।

তিনি বলেন, ‘সেদিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেপ্তার না করে কী করবো? কারা কারা ওখানে ছিল ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। এখানে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়নি। এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না, কারণ হামলার উস্কানি তারাই দিয়েছে, তারাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং সেই কারণে সরকার এখানে নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’

৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ কী কোনো কর্মসূচি দিবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো কর্মসূচির প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছুই হবে না। আমরা সরকারে আছি, দেশের শান্তি বজায় রাখার দায় আছে আমাদের। আমরা সতর্ক থাকবো, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উস্কানিমূলক নাশকতা জাতীয় কিছু করা হয় এবং সহিংসতার দেখা যায়, তাহলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতি সমুচিত জবাব দেওয়া হবে।’

এর আগে ওয়েস্টার্ন ব্রিজ প্রকল্পের আওতায় সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তরের রংপুর জোনে ১৯টি এবং রাজশাহী জোনে ১৬টি ব্রিজের চুক্তি সই হয়। চুক্তিতে প্যাকেজ-১ এর আওতায় সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তরের রংপুর জোনে প্রায় ৫৪৭ কোটি টাকা ব্যয়ে ১৯টি সেতু নির্মাণ করা হবে। প্যাকেজ-২ এর আওতায় পরিবহন ও জনপথ অধিদপ্তর রাজশাহী জোন ৩৭৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি সেতু নির্মাণ করা হবে। প্যাকেজ দুটির মেয়াদ ২৬ মাস নির্ধারণ করা হয়েছে।