হাইকোর্ট বিভাগের ২৮ বেঞ্চ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৮ বেঞ্চ পুনর্গঠন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো বিচারকাজ শুরু করবেন।

হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনে নতুন ১৫ বিচারপতিকে দ্বৈত বেঞ্চের নেতৃত্ব দেওয়া হয়েছে এবং ১৩ বিচারপতিকে একক বেঞ্চের ক্ষমতা দেওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, ফরিদ আহম্মাদ, শামীম হাসনাইন, জুবায়ের রহমান চৌধুরী, কামরুল ইসলাম সিদ্দিকী, মইনুল ইসলাম চৌধুরী, মো. এমদাদুল হক, এস এম এমদাদুল হক, মামনুন রহমান, ফারাহ মাহবুব, এ কে এম আব্দুল হাকিম, সৌমেন্দ্র সরকার, এম. ইনায়েতুর রহিম, নাইমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক দ্বৈত বেঞ্চের নেতৃত্বে আছেন।

প্রসঙ্গত, অবকাশকালীন ছুটি শেষে আগামী ৩০ অক্টোবর থেকে সুপ্রিম কোর্ট খুলছে।