আন্তর্জাতিক ডেস্ক : হাইতির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, হারিকেন ম্যাথিউয়ের তা-বে তার দেশ প্রকৃত দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
প্রেসিডেন্ট জোসেলার্ম প্রাইভার্ট জানিয়েছেন, সব কিছু যদি যথাযথভাবে ব্যবস্থাপনা করা না যায়, তাহলে তিন-চার মাসের মধ্যে দুর্ভিক্ষ জেঁকে বসবে।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর আগে বলেন, ব্যাপকভাবে সাহায্যের প্রয়োজন হাইতিতে।
চার ক্যাটাগরির হারিকেনে বিধ্বস্ত হাইতিতে মারা গেছে প্রায় ১ হাজার মানুষ। হারিকেনের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে, অনেক শহর ও গ্রাম মানচিত্র থেকে প্রায় হারিয়ে গেছে। ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাইভার্ট বলেছেন, মারাত্মক ধ্বংসযজ্ঞ হয়েছে। জরুরিভিত্তিতে খাদ্য, পানীয় জল এবং ওষুধের প্রয়োজন। তবে সত্যিই যদি আমরা ঠিকঠাক ব্যবস্থাপনা করতে না পারি, তাহলে বন্যা শেষে তিন-চার মাসের মধ্যে প্রকৃত দুর্ভিক্ষ দেখা দেবে।
ঝড়ে বিধ্বস্ত দেশ গোছানোর জন্য প্রেসিডেন্ট প্রাইভার্ট আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন। হাইতির জন্য জাতিসংঘ ১২ মিলিয়ন ডলারের ত্রাণসহায়তার কথা বলেছে।