হাজারীবাগ এলাকা থেকে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হাজারীবাগের বাড্ডানগর এলাকার পানির ট্যাংকির পূর্ব পাশের একটি বাড়ির কক্ষ থেকে সামসুর নাহার বৃষ্টি (২৩) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টি ইডেন কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম দুলাল হোসেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাড্ডানগর এলাকায় থাকতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, পরিবারের সদস্যদের খবরের ভিত্তিতে আমরা বিকেল সাড়ে ৪টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মায়ের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে বৃষ্টি আত্মহত্যা করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।