নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর অন্যতম বিদ্যাপীঠ সরকারি হাজী মোহাম্মদ মহসীন কলেজে শ্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের পাল্টা পাল্টি ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার আ জ ম নাছির গ্রুপ ক্যাম্পাসে শ্লোগান দেয়। এর সূত্র ধরে আজ দুপুরে এবি এম মহিউদ্দিন চৌধুরী গ্রুপ ক্যাম্পাসে শোডাউন করলে প্রথমে দু্ই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুগ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর নূরুল হুদা বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এমন ছোট খাটো ঘটনা প্রায় প্রতিদিনই হয়ে থাকে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন আছে। এই ঘটনায় কেউ আটক হয়নি।