নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৫০) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল কুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, আল মামুনের বাসা বনশ্রীতে। রাতে তিনি মোটরসাইকেলে করে হাতিরঝিলের কুলিপাড়া হয়ে বাসায় ফিরছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢামেক হাসপাতালে নিলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।