নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় টহলরত পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে সৈকত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা তিনটার দিকে ওই উপজেলার আফাজিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মো. শরিফ মিয়ার ছেলে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, সোমবার দুপুরে আফাজিয়া বাজারের দিকে টহলরত পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার সময় সৈকত গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।