নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কামাল হোসেন (৩৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। কামাল চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা ও ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থক।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানছুরুল জানান, রাতে কামালসহ গুলিবিদ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন কামাল মারা যান।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে চরঈশ্বর ইউনিয়নে চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও একই ইউনিয়নের ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থকদের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে রবীন্দ্র মেম্বারের ৫ সমর্থক গুলিবিদ্ধ হন।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।