
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-লালমনিরহাট জেলার হাতীবান্ধায় দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তার দোয়ানী ফাড়ি পুলিশ আবারও ফেন্সিডিল সহ আব্দুল মোতালেব(৩৫)নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছেন।
আজ শনিবার(২১ শে জানুয়ারী)আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।সে উক্ত জেলার হাতীবান্ধা উপজেলার বড়ই গ্রাম কানিয়া পাড়ার-মৃত, নুর হোসেন আলীর পুত্র।
তিস্তার দোয়ানী ফাঁড়ির ইনচার্জ-সাবইন্সপেক্টর সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার পর গোপন সংবাদের ভিত্তিতে আমি ও নায়েক আমিনুল ইসলাম সঙ্গীয়ফোর্স নিয়ে তিস্তা এলাকার কন্ট্রোল রুমের সামনে অভিযান চালালে এ সময়ে পুলিশের উপস্হিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেস্টা কালে আব্দুল মোতালেব নামের এক মাদক ব্যবসায়ীককে ২৬বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ হাতে-নাতে আটক করতে সক্ষম হই।তবে অপর একজন পালিয়ে গেলেও পুলিশ আটককৃত ব্যক্তি মারফৎ তার পরিচয় নিশ্চিত হয়েছেন।
হাতীবান্ধা থানার ওসি-রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাক দ্রব্য নিয়ন্ত্রন বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।