আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান এ কারাদণ্ড প্রদান করেন। তাদের মধ্যে রফিকুল রহমান, আহেদুল ইসলাম, আসাদুল ইসলামকে ১৫ দিন ও হয়রত আলীকে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করেন। তাদের বাড়ি পশ্চিম বেজগ্রাম ও পুর্ব সিন্দুনা গ্রামে বলে জানা গেছে। মঙ্গলবার (১০জানুয়ারি) ভোর রাতে ওই উপজেলার পুর্ব সির্ন্দুনা এলাকায় একটি মাছের খামারে জুয়া খেলার সময় তাদের আটক করে হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান ও থানার উপ-পরিদর্শক নুর আলমসহ পুলিশের একটি দল। হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আটকৃত ব্যক্তিদের জেলে প্রেরণ করা হয়েছে।