হাতীবান্ধায় বাল্য বিয়ের দায়ে জামাই শ্বশুর শ্রী ঘড়ে!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্য বিয়ের দায়ে জামাই শ্বশুড়ের প্রত্যেকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বুধবার সকালে ভ্রাম্যান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আজিজুর রহমান এ রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিংগিমারী ইউনিয়নের মধ্য ধুবনী গ্রামের কনের বাবা সাহাদাত হোসেন(৪৮) ও তার জামাতা দক্ষিন গড্ডিমারী গ্রামের আতিয়ার রহমানের ছেলে বর রশিদুল ইসলাম(২১)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য ধুবনী গ্রামের সাহাদাত হোসেনের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সাহিনা আক্তার (১৪) সাথে বর রশিদুল ইসলামের ১৫ দিন আগে গোপনে বিয়ে হয়। বিয়ের খবরটি জানাজানি হলে বুধবার ভোর রাতে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল রহমান’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বর রশিদুল ইসলাম ও কনের বাবা সাহাদাত হোসেনকে আটক করেন।
বুধবার সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের দুপুরের মধ্যে
লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।