হাফিজ উদ্দিন আহমেদসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহানাজ সুলতানা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১২ জুন এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন ।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, আজ হাফিজ উদ্দিন আহমেদসহ ১২ জন আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে হাজিরা দাখিল করা হয়।

তিনি আরো জানান, অভিযোগ গঠনের সময় আদালতে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেলসহ নয়জন অনুপস্থিত ছিলেন। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে আসামিরা। ওই ঘটনায় পুলিশ নাশকতার অভিযোগে মামলাটি করে। মামলাটি তদন্ত করে গত বছর ঢাকা সিএমএম আদালতে হাফিজ উদ্দিন আহমেদসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।