হামিদ কারজাই-আব্দুল্লাহ ‘গৃহবন্দি’

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

এই দুই নেতাই সেদেশে একটি অন্তভূক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিএনএন জানায়, কারজাই ও আব্দুল্লাহ এখন কার্যত গৃহবন্দি। সোমবার( ২৩ আগস্ট) তালেবান হামিদ কারজাইয়ের নিরাপত্তা টিমের অস্ত্রশস্ত্র এবং গাড়িগুলো জব্দ করেছে। হামিদ কারজাইকে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে বলেও সিএনএন দাবি করেছে। এছাড়া আব্দুল্লাহ আব্দুল্লাহ’র বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে। হামিদ কারজাই এখন বাধ্য হয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে অবস্থান করছেন। বাড়িটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান।

সিএনএন জানায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের বিষয়ে এখন আর খুব একটা আশাবাদী নন।

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান গোষ্ঠী। এরপরই সরকার গঠনের জন্য তাদের উভয় পক্ষের আলোচনা চলছিল। সকলকে সঙ্গে নিয়েই সরকার গঠনের আশ্বাস দিয়েছিল তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সম্প্রতি তালেবান জানিয়েছিল, আফগানিস্তানের শাসনভার থাকবে ১২ সদস্যের একটি কাউন্সিল বা পরিষদের হাতে। তালিবানের শীর্ষ ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত হতে চলা সেই পরিষদে জায়গা পাবেন হামিদ কারজাই ও আবদুল্লাও।

এরমধ্যে হঠাৎ করেই হামিদ কারজাই ও আবদুল্লাহকে গৃহবন্দি করলো তালেবান।