
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় টুরিস্ট লঞ্চ ‘পলিকন-১’ এ আগুন লেগেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সেখানে অবস্থানরত লঞ্চটিতে আগুন লাগার ঘটনা ঘটে। বন বিভাগের সহায়তায় লঞ্চটিতে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
লঞ্চে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড, মোংলা ফায়ার সার্ভিস ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে ভ্রমণরত লঞ্চ পেলিকন-১ হারবাড়িয়া এলাকায় অবস্থান করছিল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। সেখানে গিয়ে লঞ্চে অবস্থানরত ২৬ জন পর্যটককে উদ্ধার করে হারবাড়িয়া বন বিভাগের ক্যাম্পে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।