হার দিয়ে নতুন বছর শুরু করে বার্সেলোনা

নিউজ ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করে বার্সেলোনা। তবে নতুন বছরের শুরুটা হয়েছে হতাশার মধ্য দিয়ে।

কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওর কাছে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে। ৯ দলের দল নিয়েও বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে বিলবাও।

প্রথমার্ধে বিলবাওয়ের আরিত আধুরিজ ও ইনাকি উইলিয়ামস গোল করে এগিয়ে রাখেন দলকে। আর বিরতির পর লিওনেল মেসি একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেননি।

মজার ব্যাপার হল দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিক বিলবাও এর রাহুল গ্রাসিয়া ও আন্দের ইতুরাপ্সি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় ৯ জনের দল নিয়ে খেলেও ২-১ গোলের ব্যবধান অক্ষত রাখে বিলবাও। অবশ্য গোল শোধ দেওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি।

ম্যাচের ২৫ মিনিটে বিলবাওর আরিত আধুরিজ গোল করে এগিয়ে নেন দলকে। আর ২৮ মিনিটে ইনাকি উইলিয়ামস গোল করলে ২-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় বিলবাও। বিরতির পর ৫২ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে ব্যবধান কমান মেসি। এরপর তারা বেশ কিছু গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

অবশ্য বল দখল ও আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। ৬৭ শতাংশ বলের দখল ছিল লুইস এনরিকের শিষ্যদের পায়ে। ১১টি দারুণ আক্রমণ শানায় বার্সা। তার মধ্যে ৩টি শট গোলমুখে নিতে পারে। তাছাড়া ৯টি কর্নার পায় বার্সা। সেখান থেকেও খুব একটা সুবিধা আদায় করে নিতে পারেনি তারা। ফলে হারও এড়াতে পারেনি কোপা ডেল রের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফিরতি লেগে আগামী বুধবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে সেই ম্যাচে কমপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিততে হবে।