হাসপাতালের এক কোটি টাকার ওষুধ আত্মসাৎ: স্টোর কিপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালের এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার ওষুধ আত্মসাতের মামলায় গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য৪ কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুর রহিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার গাইবান্ধা হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজই রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা থানায় মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আসামি মো. আব্দুর রহিম মণ্ডল স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৮৯ টাকার ওষুধপত্র ও এমএসআর সামগ্রী আত্মসাৎ করেন। যা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।