সচিবালয় প্রতিবেদক : চলন্ত বাসে জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যাকারীদের পক্ষে মামলায় না লড়তে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জের তাড়াশের গ্রামের দরিদ্র ঘরের মেয়ে রূপা জীবিকা নির্বাহের জন্য সংগ্রামী জীবনকে বেছে নিয়েছিল। তার ওপরই নির্ভর করত দরিদ্র পরিবারটি। এই সম্ভাবনাময় তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে যারা খুন করেছে তারা পশুর চেয়েও অধম। এদের হয়ে আইনি লড়াই না চালানোর জন্য সব আইনজীবীর অনুরোধ জানাই।
জাকিয়া সুলতানা রূপার ছোট বোনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের আগের দিন আমি তার বাসায় গিয়ে দেখেছি, একটি পাশবিক ঘটনা কীভাবে একটি পরিবারের ঈদের আমেজকে তছনছ করে দিতে পারে।
এ সময় মন্ত্রী সেই হতভাগ্য পরিবারকে তার ও প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তার কথা তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের মেয়াদের শেষ বছরে স্বাস্থ্য খাতের দৃশ্যমান সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আরো নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের রাজনৈতিক অঙ্গীকার পূরণের জন্য চলমান অর্থবছর খুবই তাৎপর্যপূর্ণ।
এই অর্থবছরে গৃহীত প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করে স্বাস্থ্য খাতে সরকারের প্রতিশ্রুতি পূরণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
ঈদুল আজহার ছুটির সময় হাসপাতালগুলো এবং বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীদের ঐকান্তিক দায়িত্ববোধ ব্যাপক অবদান রাখতে পারে।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।