হাসানকে টপকে শীর্ষে উঠেছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক: কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডকে রঙিন করে রাখলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। সাকিব আল হাসানকে টপকে শীর্ষে উঠেছেন মাশরাফি। ওয়ানডেতে মাশরাফি ২২৪ উইকেট নিয়েছেন। সাকিবের উইকেট ২২১। তবে ওয়ানডেতে মাশরাফির উইকেট ২২৫টি (একটি উইকেট এশিয়া একাদশের হয়ে)।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানে ৩ উইকেট নেন মাশরাফি। ইনিংসে প্রথম উইকেট নিয়ে সাকিবকে টপকে যান নড়াইল এক্সপ্রেস। এরপর আরও দুই উইকেট নিয়ে এগিয়ে যান মাশরাফি। নতুন বলে মাশরাফির শুরুটা ভালো ছিল না। দুই ওয়াইডে বোলিং শুরু করেন দলপতি। পঞ্চম বলে হজম করতে হয় বাউন্ডারি। পঞ্চম ওভারে তার বল থেকে আসে প্রথম ওভার বাউন্ডারি। প্রথম স্পেলে ৩ ওভারে ১৯ রান দেওয়া মাশরাফি দ্বিতীয় স্পেলে স্বরূপে ফিরে আসেন। ৩ ওভারে দেন মাত্র ১২ রান।

এরপর ৪৪তম ওভারে শেষ স্পেলে বোলিংয়ে আসেন মাশরাফি। তৃতীয় বলে আশলে গুনারত্নের উইকেট নিয়ে প্রথম সাফল্য পান তিনি। প্রথম দুই বল ডট হওয়ার পর তৃতীয় বলে আগ্রাসী হয়ে খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন ডানহাতি ব্যাটসম্যান। সহজ ক্যাচ তালুবন্দি করতে বেগ পেতে হয়নি মাহমুদউল্লাহকে। এরপর দশম ওভারে দিলরুয়ান পেরেরা ও থিসারা পেরেরার উইকেট নেন। দিলরুয়ান পেরেরা স্লগ খেলতে গিয়ে কভারে ক্যাচ দেন তামিমের হাতে। হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া থিসারা পেরেরা ফাইন লেগে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে মাশরাফিকে উইকেট উপহার দেন।

শুরুতে বোলিংয়ে ভালো করতে না পারলেও শেষ দিকে স্বরূপে ফিরে মাশরাফি শ্রীলঙ্কাকে কম রানে আটকে রাখতে সক্ষম হয়েছেন। মাশরাফি ও সাকিবের পর বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২০৭ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। এরপর ১১৯ উইকেট নিয়ে চারে মোহাম্মদ রফিক এবং ৮৮ উইকেট নিয়ে রুবেল হোসেন পঞ্চম স্থানে অবস্থান করছেন।