হাসিবুর রহমান স্বপন ছিলেন জনবান্ধব: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতীয় সংসদে আগের দিন এক সংসদ সদস্যের শোক প্রস্তাবের পরদিনই আরেক সদস্যের শোক প্রস্তাবে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সংসদ সদস্যদের মৃত্যুর শোক নিয়েই যেনো চলতে হচ্ছে’ বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংসদে হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন অত্যন্ত জনবান্ধব ছিলেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সময় সর্বহারাদের দৌরাত্ম্য ছিল। খুব একটা অস্বাভাবিক পরিবেশ। ওই এলাকায় স্বপন ছিল। আমরা সেখানকার বিভিন্ন উন্নয়নকাজ করি। পরে ধীরে ধীরে ওই জায়গাটা উন্নত হয়।

তিনি বলেন, শোকের মাস শেষ হতে না হতেই সেপ্টেম্বর মাসে সংসদ শুরু হলো, আর তা শুরুই করতে হলো শোক প্রস্তাব নিয়ে। আজ দ্বিতীয় দিন আবারও শোক প্রস্তাব নিতে হলো। একের পর এক দুঃসংবাদ নিয়েই আমাদের চলতে হচ্ছে সেটাই হচ্ছে খুব দুঃখজনক।

প্রধানমন্ত্রী সবার জন্য বিশেষ করে এই করোনার হাত থেকে দেশের মানুষ যেন রক্ষা পায় সেজন্য দোয়া কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কষ্টের ভেতর দিয়ে আমাদের সবাইকে যেতে হচ্ছে। এই পার্লামেন্টে আসার পর আমরা অনেককে হারিয়েছি।