হিগুয়েনকে দলে পাওয়া নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লিগে জুভেন্টাসকে ঘরের মাঠে জিততে দেয়নি টটেনহাম হটস্পার। দলটির বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে একাই জোড়া গোল করে মান বাঁচিয়েছিলেন গঞ্জালো হিগুয়েন। কিন্তু ফিরতি লেগে আর্জেন্টাইন এ তারকাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফিরতি লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে ওয়েম্বলিতে মুখোমুখি হবে জুভেন্টাস। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন হিগুয়েন। সদ্য পাওয়া এ চোটের কারণে আগামী মাসের শুরুতে টটেনহামের বিপক্ষে হিগুয়েনকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গতকাল ইতালিয়ান সিরি’আতে তোরিনোর মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। ওই ম্যাচে ১-০ ব্যবধানে কষ্টের জয় পায় জুভেন্টাস। ম্যাচে ২০ মিনিটের সময় তোরিনো গোলরক্ষক সিরিগুর সঙ্গে সংঘর্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন হিগুয়েন। ওই ম্যাচে দল জয় পেলেও ফর্মে থাকা হিগুয়েনের চোট চিন্তায় ফেলেছে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে।

তবে হিগুয়েন চোটে পড়লেও তার স্বদেশি তারকা পাওলো দিবালা খেলায় ফেরায় কিছুটা নির্ভার থাকতে পারেন জুভেন্টাসের সমর্থকরা। গত ৬ জানুয়ারির পর থেকে জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি আর্জেন্টাইন তরুণ এ তারকা।

আগামী ৭ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হ্যারি কেন ও এরিকসনেদের মুখোমুখি হবে জুভেন্টাস।