নিজস্ব প্রতিবেদক : হিজরি নববর্ষ আজ। বাংলাদেশের আকাশে রোববার ১৪৩৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।
সে হিসাবে আজ সোমবার থেকে শুরু হলো হিজরি সনের প্রথম মাস মহররম। আগামী ১২ অক্টোবর পবিত্র আশুরা।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।
সে হিসাবে আগামী ১২ অক্টোবর (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র আশুরার দিন দেশে সরকারি ছুটি থাকে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বনবী হযরত মুহম্মদের (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভ সূচনা হয়। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরার দিনে আরো অনেক তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছে।