হিন্দুদের বাড়ি পাহারা দেওয়ার ঘোষণা আলেম ওলামাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন আলেম ওলামারা।

নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় মঙ্গলবার আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে আলেম ওলামারা এই ঘোষণা দেন।

দুপুর ১টার দিকে উপজেলার আশুতুষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা, বাইবেল এবং ত্রিপিটক থেকে পাঠ করা হয়।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এর আগে তিনি গৌর মন্দিরসহ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।

সমাবেশে কারওয়ান বাজার আম্বরখানা মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেন, আলেম-ওলামারা যতোদিন প্রয়োজন নাসিরনগরের হিন্দুদের ঘরবাড়ি পাহাড়া দিবে। সেই ছোট বেলা থেকে মাসি, কাকি, ঠাম্মা, চাচা, খালা ডেকে আমরা বড় হয়েছি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম বলেন, ইসলাম ভাঙচুর সমর্থন করে না। আপনারা মুসলমানদের সঙ্গে আগের মতো বসবাস করেন। প্রয়োজনে আমরা আপনাদের বাড়ি পাহারা দিব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, পুলিশের আইজি একেএম শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশান্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ইসককের উপদেষ্টা কৃষ্ণ ক্রীর্তন ব্রক্ষচারী প্রমুখ।