হিমালয়ে একাকী আরোহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনা এড়াতে মাউন্ট এভারেস্টসহ হিমালয়ে একাকী আরোহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল।

নতুন জারি করা এই নিয়ম-কানুনে দুই হাত কাটা ও অন্ধ আরোহীদের বিশ্বের সর্বোচ্চ চূড়ায় ওঠার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিদেশি পর্বতারোহীদের ক্ষেত্রে এই আইনে নেপালি গাইড রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এক পর্যটন কর্মকর্তার জানিয়েছেন, সংশোধিত আইনটি করা হয়েছে পর্বতারোহীদের নিরাপত্তা ও মৃত্যুর হার কমিয়ে আনার জন্য।

বিবিসি জানিয়েছে, চলতি বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করেছেন। তবে এর মধ্যে হতাহতের সংখ্যাটাও ছিল রেকর্ড সংখ্যক।

চলতি বছর এভারেস্টে উঠতে যেয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৫ বছর বয়সী মিন বাহাদুর শেরচানও রয়েছেন। বিশ্বের প্রবীণ মানুষ হিসেবে এভারেস্টে ওঠার নিজের আগের করা রেকর্ড ভাঙ্গতে চেয়ে তার মৃত্যু হয়। এছাড়া বিখ্যাত পর্বতারোহী সুইজারল্যান্ডের উয়েলি স্টেক, ‘যিনি সুইস মেশিন’ হিসেবে সুপরিচিত, তিনি একাকী এভারেস্টে আরোহণ করতে যেয়ে চলতি বছর মারা যান।