
হিলি সীমান্তে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ ডিসেম্বর) ভোরে রেল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে ইমন ও একই উপজেলার নয়াপাড়া গ্রামের মফিজের ছেলে মশিউর রহমান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন খবর পেয়ে হিলি রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে একটি বাড়ির উঠানের মাটি খুঁড়ে আরও এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।