হিলিতে ফেনসিডিলসহ দুই চোরাকারবারি আটক

হিলি সীমান্তে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে রেল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে ইমন ও একই উপজেলার নয়াপাড়া গ্রামের মফিজের ছেলে মশিউর রহমান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন খবর পেয়ে হিলি রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে একটি বাড়ির উঠানের মাটি খুঁড়ে আরও এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।