
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা নদীতে উজানের ঢল ও ভারি বর্ষণের গঁর্জন যেনো থামছেনা ।শো-শো পানির শব্দের আওয়াজ প্রতিনিয়ত নতুন-নতুন ক্ষতির বার্তাই নিয়ে আসছে ।ফলে তছনছ করে তুলেছে নদী বেষ্টিত পুরো এলাকাকে ।
গত শনিবার রাত ১০টায় রেড অ্যালার্ট জারি করে তিস্তা অববাহিকায়। টানা বর্ষন ও তিস্তা নদীর পানিতে নীলফামারী জেলার সৈয়দপুর,কিশোরীগঞ্জ,জলঢাকা,ডোমার-ডিমলা সহ ৬ উপজেলার লাখো পবিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে এবং
শত শত হেক্টর রোপা আমনের ফসল গত কয়েকদিন যাবত পানিতে তলিয়ে রয়েছে।
তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটের সবকটি খুলে রেখেও ভয় কাটছেনা সহসাই।
রোববার সকাল ৬টা হতে তিস্তা নদীর পানি নীলফামারী ডিমলার ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৬৫ সেন্টিমিটার (৫৩ দশমিক ০৫) উপর দিয়ে প্রবাহিত হয়। যা বিকেল ৩টায় বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও রাত ১০টা থেকে বিপদসীমার ২৫সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এ এলাকায় এবারের বন্যায় ৮টি বাধ ইতিমধ্যে ভেঙ্গে প্রায় নদীতে বিলিনি হয়ে গেছে। পানিবান্দি হয়ে পড়েছে সেইসব এলাকার মানুষজনও ।
তবে পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
উজানে ভারতের গজলডোবা ব্যারাজের ৫৪টি গেট খুলে দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে ।
ব্যারেজ রক্ষার্থে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাগন সকাল ১০টা থেকে কয়েকদফা ফ্লাড বাইপাস কেটে ওপেন করতে গেলে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা এলাকার মানুষজনের বাধার মুখে পড়ে হয়ে তা কেটে দিয়ে ওপেন করতে পারেনি।
ফ্লাড বাইপাস কেটে ওপেন করতে না পারার কারণে তিস্তা ব্যারাজ রয়েছে হুমকিতে।
এদিকে ব্যারাজের উজানের নীলফামারীর ডিমলা উপজেলার ৪টি ইউনিয়ন এখন প্রায় তছনছ হয়ে গেছে। কয়েক শতাধিক পরিবার পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে ।
এরমধ্যে পূর্ব ছাতনাই ইউনিয়নের ১৪টি, খগাখড়িবাড়ী ইউনিয়নের ৬টি, টেপাখড়িবাড়ী ৩১টি, খালিশা চাপানিতে ২৫টি ও ঝুনাগাছ চাপানি ২৪টি বলে জনপ্রতিনিধিদের নিকট হতে নিশ্চত হওয়া গেছে।বাকীদের স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের হস্তক্ষেপে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ।
জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীম এই প্রতিবেদককে জানিয়েছেন, উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে জেলাজুড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত মানুষদের জন্য রোববার ১৮০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এ ছাড়াও ঢাকায় আরও ১০ লাখ টাকা ২শ ২৫ মেট্রিক টন চাল ও ৫ হাজার শুকনা খাবারের চাহিদাপত্র পাঠানো হয়েছে ।
এদিকে ডিমলা ও ডোমারের বন্যা কবলিত এলাকা গুলো সরেজমিনে পরিদর্শন করে নগদ অর্থ ও ত্রান বিতরণ করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ।