
আন্তর্জাতিক ডেস্ক : হুমকি-ধমকিতে কাজ হচ্ছে না। কিছুতেই কথা শুনছে না উত্তর কোরিয়া। ফলে সুর নরম করে তাদের বশে আনার প্রয়াস শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার উদ্দেশে বললেন, ‘আমরা আপনাদের শত্রু নই।’ তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে সংলাপ চায়। উত্তর কোরিয়ার শাসন ক্ষমতার পরিবর্তন চায় না।’
পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নরম সুরে উত্তর কোরিয়াকে আশ্বস্ত করতে চাইছে, যুদ্ধ নয়, শান্তি চায় যুক্তরাষ্ট্র।
কিন্তু পিয়ংইয়ং কীভাবে বিশ্বাস করে ওয়াশিংটনকে? সম্প্রতি একজন জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর বলেছেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার একটি উপায় হিসেবে তাদের বিরুদ্ধে যু্দ্ধে যাওয়ার বিষয়ে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া কিম জং-উনের শাসনকে হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্র বারবার বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপই ট্রাম্পের টেবিলে রয়েছে।
গত শুক্রবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার পর দাবি করে, ‘পুরো যুক্তরাষ্ট্র তাদের হামলার আওতায়।’ সোমবার এই দাবির কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, আমেরিকার অধিকাংশ অঞ্চল হয়তো উত্তর কোরিয়ার হামলার আওতায় চলে গেছে।
এমন সময়ে টিলারসন রহস্যজনকভাবে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সুরে কথা বললেন। তিনি বলেছেন, ‘আমরা শাসন ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা শাসকের পতন চাই না, আমরা তড়িঘড়ি করে উপদ্বীপের একত্রীকরণ চাই না, কোনো অজুহাতে আমরা সীমান্তে সেনা পাঠাতে চাই না।’
টিলারসন বলেছেন, ‘আমরা আপনাদের শত্রু নই, আপনাদের জন্য হুমকিও নই। কিন্তু আপনারা আমাদের জন্য অপ্রত্যাশিত হুমকি হয়ে উঠেছেন এবং আমরা এর জবাব দিতে বাধ্য।’
উত্তর কোরিয়ার সঙ্গে একই সময়ে সংলাপ ও যুদ্ধ; উভয় বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের হঠাৎ এই নীতিগত পরিবর্তন রহস্যজনক। পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি সংলাপের বিষয়ে এর আগেও কথা বলেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু আবার অবস্থান পাল্টে ফেলেছে। নীতিগত এই পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।
উত্তর কোরিয়াকে শান্ত রাখতে যুক্তরাষ্ট্র বারবার চীনের সাহায্য চাইছে। বিভিন্ন কৌশলে চাপও প্রয়োগ করছে। কিন্তু সুনির্দিষ্টভাবে চীন কোনো পদক্ষেপ নেয়নি।