
সব সময় হাসি মেজাজে কৌতুক শুনিয়ে সবাইকে মাতিয়ে রাখেন সুনীল গ্রোভার। এবার এই অভিনেতা ও কৌতুক শিল্পী হৃদরোগে আক্রান্ত।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী এবং অভিনেতা সুনীল গ্রোভার। হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। অস্ত্রোপচারের জন্য ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
আরও জানা যায়, রোগের শনাক্তকরণ হওয়ার পরে ‘তাণ্ডব’ অভিনেতা নতুন ওয়েব সিরিজের কাজ শেষ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ শরীর নিয়েও ভারতের পুণেতে নতুন ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন সুনীল। প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে মাঝ রাস্তায় কাজ ফেলে যাননি তিনি। তার পরেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানুয়ারি মাসের ২৭ তারিখে ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে এই অভিনেতার। আপাতত সুস্থ আছেন তিনি। এক দিনের মধ্যে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে সুনীলকে।