হোয়াটসঅ্যাপ এখন সর্বব্যাপী মেসেজিং অ্যাপ্লিকেশন

হোয়াটসঅ্যাপ এখন সর্বব্যাপী মেসেজিং অ্যাপ্লিকেশন। ২৪ ফেব্রুয়ারি ২০০৯ জ্যান কউম ও ব্রায়ান এক্টনের হাত ধরেই বাজারে আসে হোয়াটসঅ্যাপ। এ বছর আটে পা দিল। প্রথম দিকে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলেও পরের দিকে সে সমস্যা সামলেও নেওয়া হয়। ২০১৪ সালে মালিকানা বদলে যায়। এবং তা চলে আসে ফেসবুকের কাছে। এই সময়ে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপের ব্যবহার করে যত সংখ্যক মেসেজ পাঠানো হচ্ছে তা সারা বিশ্বে টেলিকমে এসএমএসের কাছাকাছি পৌঁছে গিয়েছে!

প্রতি সেকেন্ডে সারা বিশ্বে ‘সেন্ড’ বাটনে প্রেস করছেন প্রায় ছয় লক্ষ মানুষ। এটা কি আপনার জানা ছিল?
এরকমই ৮টি অজানা তথ্য নিয়ে এই গ্যালারি। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিতে পারেন এই খবরের লিঙ্ক।