হ্নদরোগে আক্রান্ত বিলকিছ বেগমের অর্থাভাবে চিকিৎসা ব্যাহত

আল-আমিন, নীলফামারী: অর্থাভাবে হ্নদরোগে আক্রান্ত বিলকিছ বেগমের চিকিৎসা বন্ধ হওয়ার পথে। রাজমিস্ত্রী স্বামী মাজেদুল ইসলাম আয়ের সবটুকুই স্ত্রীর চিকিৎসায় ব্যায় করলেও তার সুচিকিৎসা ব্যাহত হচ্ছে। কারন অনেক টাকার প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিলকিছ বেগমের হার্ডে অপারেশন প্রয়োজন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর রাজমিস্ত্রী মাজেদুল ইসলাম। রাজমিস্ত্রীর কাজ করে যা আয় তা দিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে স্ত্রীর সুচিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ায় সমাজের বিত্তবানদের দারস্থ হয়েছেন, জেলার কিশোরীগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের মাজেদুল ইসলাম। (বিকাস নম্বর – ০১৯২৮৬১৯৭৮০)