এ ঠিক ১০টা-৫টার চাকরি নয়। এমন কিছু পেশা রয়েছে যাতে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ রয়েছে ভরপুর। পাশাপাশি, মাস মাইনের অঙ্কটাও বেশ লোভনীয়। এ দেশে সে সব পেশার চাহিদাও দিন দিন বাড়ছে। তাই চেনা চাকরিতে যদি মন হাঁসফাঁস করে তবে বদলে ফেলতে পারেন আপনার পেশা। গ্যালারিতে রইল এমন কতগুলি পেশার হদিশ।