
অর্থনৈতিক প্রতিবেদক : কর জাল বাড়ানোর জন্য পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কর অফিস স্থাপনের অংশ হিসেবে ১০৩ উপজেলায় আয়কর সার্কেল অফিস স্থাপনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
এর আগে গত অর্থবছরে অর্থমন্ত্রী রাজস্ব সম্ভাবনাময় ৮৭ উপজেলায় কর অফিস স্থাপনের প্রস্তাব করেছিলেন। যা বর্তমানে প্রক্রিয়াধীন।
অর্থমন্ত্রী বলেন, আয়কর ব্যবস্থাপনাকে করদাতাদের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে জেলায় নতুন কর অফিস স্থাপন করছি। তারই ধারাবাহিকতায় যশোর ও কৃষ্টিয়ায় নতুন কর অঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছি। দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে কর অফিস স্থাপনের অংশ হিসেবে বর্তমানের ৮৭ উপজেলায় অফিস স্থাপনের কার্যক্রম চলছে। এর সঙ্গে অতিরিক্ত আরো ১০৩ উপজেলায় আয়করের সার্কেল অফিস স্থাপনের প্রস্তাব করছি।
প্রত্যক্ষ করের (আয়কর) আইনি সংস্কারসমূহ পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রশাসনিক সংস্কারও প্রয়োজন হবে। সেজন্য গত অর্থবছরের মতো ফের তিনটি প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে উৎসে কর খাতের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় উৎসে কর ইউনিট প্রতিষ্ঠা, করফাঁকি উৎঘাটন ও করদাতা চিহিৃতকরণে আধুনিক ও প্রযুক্তিমুখী কর তথ্য ইউনিট গঠন, আন্তর্জাতিক করফাঁকি রোধ ও বিদেশে অর্থপাচার রোধ, অর্থ উদ্ধারে উপযুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার গত ৮ বছরে রাজস্ব বোর্ডকে ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রদান করেছে। রাজস্ব বোর্ডের প্রতিটি বিভাগে জনবল বাড়ানো হয়েছে। তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এ ছাড়া আয়কর, আমদানি ও রপ্তানি শুল্ক এবং মূল্য সংযোজন কর বিভাগের আধুনিকায়ন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ বিভাগগুলোতে অটোমেশন প্রক্রিয়াও ব্যাপক হারে বেড়েছে। গত ৮ বছরে আমরা মোটামুটিভাবে এ ধারণা দিতে সক্ষম হয়েছি যে, রাজস্ব প্রদান হয়রানির বিষয় নয় বরং রাজস্ব প্রদান জাতীয় দায়িত্ব। গত বাজেটে আমি আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১৫ লাখে উন্নীত করার কথা বলেছিলাম এবং করদাতা নিবন্ধনের ক্ষেত্রে ২৫ লাখের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলাম। সৌভাগ্যবশত এ দুটি লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করেছি। এবারে এই বছরে রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১৬ লাখের মতো এবং করদাতা নিবন্ধনের তথা ই-টিআইএনধারীর সংখ্যা প্রায় ২৯ লাখ।