১০ টাকা কেজি দরের চাল অনিয়ম

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের ১০ টাকা কেজি দরের চাল অনিয়মের মাধ্যমে তালিকা তৈরী করার অভিযোগ হত দরিদ্রদের ।
আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের নির্দেশে সরকারের ১০টাকা দরের চাউল অনিয়মের মাধ্যমে তালিকা তৈরী করার অভিযোগ উঠেছে। ৪নং ওয়ার্ড ধর্মচাকী গ্রামের সদস্য নিজাম উদ্দীনের বিরুদ্ধে ১০টাকা কেজি চাউলের কার্ড নিয়ে দলীয়করণ ও চরম পক্ষপতিত্বের অভিযোগ পাওয়া গেছে । হত দরিদ্রের বাদ দিয়ে দলীয় কর্মী অবস্থাশালীদের তালিকা করেছে । এ নিয়ে নিজ দলের মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে । ঘটনার জের ধরে ধর্মচাকী গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দীনের বিরুদ্ধে ১০টাকা কেজির চাউলের কার্ড বিতরণে অস্বচ্ছতার গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামের আওয়ামীলীগ নেতা ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য নিজাম উদ্দীন সব কিছুতে দলীয় করণ ও পক্ষপতিত্বের মাধ্যমে
গ্রামের অবস্থাশালী পরিবার শামসুল হক, পিতা নাযেব আলী ,জিল্লুর রহমান পিতা ওসমান ,রফিকুল পিতা ইছাহাক আলী ,সামছের পিতা দাউদ হোসেন ,সাইদুর রহমান পিতা নজিমদ্দী ,হাকিম পিতা বাকী,৪নংওয়ার্ড ধর্মচাকী গ্রামে এদের মাঝে বিতরন করে। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম জানান, চেয়ারম্যান গোলাম ফারুক নির্বাচিত হওয়ার পর থেকে তার নির্দেশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাউল বিতরনে অনিয়ম চলছেই। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বর পরিবারের সদস্য নিজের মা ও ভায়ের নামে, গ্রামের স্বচ্ছল পরিবারের সদস্য,ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে কার্ড দেখা গেছে। সরেজমিনে বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, সাহারবাটী ইউনিয়নের মোট কার্ডের সংখ্যা ২৭২টি ১নং ওয়ার্ডে সংখ্যা ৩৪টি এর মধ্যে পাকা বাড়ীর সংখ্যা ৬টি ১০ও ১২নং কার্ড ধারী একই পরিবারের ,একজন চাকুরী জিবি, ১৯নং কার্ডের মালিক পাওয়া যায়নি । এছাড়াও ওয়ার্ড সদস্যর পরিবারের মাঝে ৪টি কার্ড দেওয়া হয়েছে । ২নং ওয়ার্ড ভোমরদহ দুর্লভপুর গ্রামে কার্ডে সংখ্যা ২৮টি মধ্যে কার্ড ধারী ১০জন পাকা বাড়ীর মালিক ,১জন অচেনা ,১জন চৌগাছার বাসিন্দা।৩নং ওয়ার্ডে কার্ডের সংখ্যা ৩২টি এর মধ্যে ১১জন পাকা বাড়ীর মালিক ,একই পরিবারের মধ্যে ৪টি কার্ড দেওয়া হয়েছে। ৫নং ওয়ার্ডে দুই জন আমঝুপির বাসিন্দা ,২জন বিদেশী, ১৫৩নং কার্ডের মালিক নাই ,৮জন কার্ড ধারী পাকা বাড়ীর মালিক ,ইউপি সদস্যর স্বামীর নামে কার্ড দেওয়া হয়েছে। ৬নং ওয়ার্ডে কুলবাড়ীয়া ও ভাটপাড়া গ্রামের ট্রাক্টরের মালিক মৃত রহিম বক্সের ছেলে রবগুল ও ৫জনের পাকাবাড়ী, ৭নং ও ৮নং ওয়ার্ডেও অনিয়ম দুর্নীতি পাওয়া গেছে।এমনকি মাননীয় সংসদ সদস্যের দুইজন প্রতিনিধির নাম দেওয়া থাকলেও তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে। চেয়ারম্যান গোলাম ফারুক ইউপি সদস্যদের সাথে নিয়ে হত দরিদ্রের বাদ দিয়ে দলীয় কর্মী অবস্থাশালীদের তালিকা করেছে । এ নিয়ে নিজ দলের মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের আফসার আলীর ছেলে স্বচ্ছল পরিবারের সদস্য আজাদ ও পিন্টু এবং ফয়েজ মন্ডল,তেতুলবাড়ীয়া ইউনিয়নের সওড়াতলা গ্রামের নইমদ্দীনের ছেলে ছমিরউদ্দীন(ছেলে সিঙ্গাপুর প্রবাসী),পাকাবাড়ীর মালিক গোলাম রহমান,খেদু। এমনিভাবে সহড়াতলা গ্রামের ধনাঢ়্য ব্যক্তি এনামুল হক,আশমত আলী, শাহারুল ,মিনারুল ইসলাম,আমজাদ,আঃকুদ্দুস,আফতাব আলী,দুলাল,নবীর,লালন ও মতিয়ারকে কার্ড দেয়া হয়েছে।,রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মেম্বর গোলাম হোসেন নিজ পরিবারের নামে একাধীক কার্ড করে চাল সংগ্রহ করছেন।
সাহারবাটী গ্রামের মেম্বর আনারুল ইসলাম ও জানান, অনেকে মোটর সাইকেল যোগে এসে চাল নিয়ে যাচ্ছে। এরা সবাই ধনী ও সচ্ছল।এদের জমিজমা , ব্যবসা এমনকি পাকা বাড়ীঘর রয়েছে।
অভিযোগে আরও জানা গেছে, বাথানপাড়ার মেম্বর তাঁর গ্রামের কার্ডগুলি নিজের দায়িত্বে রেখে কার্ডপ্রতি ১ হাজার করে টাকা উত্তোলন করেছেন।
এব্যপারে ইউপি সদস্য নিজাম উদ্দীন জানান, আমি দলীয় করণ করিনি। অবস্থাশালী দুইজনের নামে দেওয়ার কথা তিনি স্বিকার করেন ।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন অনিয়োমের বিষয়ে মোবাইল ফোনে যোগা যোগ করা হলে ফোন রিসিভ করেনী ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান জানান, বিভিন œইউনিয়নের ডিলারদের চাল বিতরণ মনিটরিং করার জন্য ইতোমধ্যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। কোথাও কোন অনিয়ম, অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।