১০ লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ করছে কারুপণ্য

জেলা প্রতিবেদকঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজেদের তৈরি ১০ লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে।

বুধবার (২৫ মার্চ) এরই অংশ হিসেবে রংপুরে ১ লাখ ৬৭ হাজার মাস্ক বিতরণ করেছে কারুপণ্য রংপুর লিমিটেড।

কারুপণ্য রংপুর লিমিটেডের জনসংযোগ উপদেষ্টা মাহবুব রহমান বলেন, বুধবার রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর-সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাধ্যমে ৯০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

একইসঙ্গে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে জেলার আট উপজেলায় বিতরণের জন্য ২০ হাজার, কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের মাধ্যমে ৫ হাজার, গঙ্গাচড়া উপজেলা প্রশাসনকে ৭ হাজার, রংপুর সদর উপজেলা পরিষদ প্রশাসনকে ১০ হাজার, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটিকে ৩০ হাজার, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ হাজারসহ সর্বমোট ১ লাখ ৬৭ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে মাস্ক বিতরণ কার্যক্রম চলবে।

এর আগে ১২ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় রংপুর মহানগরীর ধাপ মেডিক্যাল মোড়ে বিনামূল্যে ১০ লাখ মাস্ক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।