১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘এই নিয়োগ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে পুলিশের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রত নিয়ে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নেওয়া হবে। ৮ হাজার ৫০০ পুরুষ ও দেড় হাজার নারীকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।