বাগমারায় ১১ তাজা ককটেলসহ ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার বিকালে র্যাব-৫, রাজশাহী ও বাগমারা থানাপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভবানীগঞ্জ বাজারে পরিত্যক্ত একটি বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
এর আগে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান গেটের সামনে ঝোপের মধ্যে থেকে একটি তাজা ককটেল, ১৫টি চাইনিজ কুড়াল, ৬টি লোহার রড (পাইপ) দা, তিনটি ছুরি ও হাঁসুয়াসহ বিভিন্ন ধরনের কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
ওসি তোহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।