
মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে রোববার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে পাটুরিয়া ঘাটে ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।