১৪০ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন কুতিনহো

ক্রীড়া ডেস্ক : অনেক দর-কষাকষির পর ১৪০ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফিলিপ কুতিনহো। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বার্সায় আসার পর ইতমধ্যেই ন্যু ক্যাম্পের ক্লাবটিতে অভিষেক হয়ে গেছে তার। কাতালানদের হয়ে তিনটি ম্যাচ খেলে ফেললেও এখনো কোনো গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান এ উইঙ্গার। গত গ্রীষ্মের দলবদল থেকেই কুতিনহোকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল বার্সা। শেষপর্যন্ত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটা সম্ভব হয়েছে। আলোড়ন সৃষ্টি করে কুতিনহো ন্যু ক্যাম্পে আসলেও সেটা পছন্দ হয়নি একজনের। তিনি লিভারপুলের প্রাক্তন ফুটবলার জেমি ক্যারাঘ্যার। কুতিনহো ১৪০ মিলিয়ন ইউরোর যোগ্য নন বলে মনে করেন তিনি।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যারাঘ্যার এ প্রসঙ্গে বলেন, ‘মৌসুমের মাঝপথে তাকে ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। কেননা এই সময়ে লিভারপুল এফএ কাপের সম্ভাবনা ও চ্যাম্পিয়ন লিগের লড়াইয়ে রয়েছে। গ্রীষ্মের দলবদলে কুতিনহোকে না ছাড়ায় আমিসহ লিভারপুলের অন্য ভক্তরা খুশি হয়েছিল। এমনকি আমরা জানতাম যে সে এই মৌসুম শেষ করে অন্য ক্লাবে যাচ্ছে। কুতিনহো খুব ভালো ছিল না এবং সে ১৪০ মিলিয়ন ইউরোর যোগ্য ছিল না। এই সময়টাকে সফলতা বলে বিভাজিত করা যায় না। কেননা আমরা শিবিরের সেরা একজন ফুটবলারকে হারিয়েছি।’