১৪ হাজার কোটি কালো নিয়ে রুপির মালিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : কোথায় গেলেন মহেশ সাহ? তার কাছে প্রায় ১৪ হাজার কোটি কালো রুপি আছে- এ ঘোষণা দিয়ে উধাও হয়ে গেলেন তিনি।

আয় ঘোষণা প্রকল্পের (ইনকাম ডিক্লারেশন স্কিম) অধীনে অক্টোবর মাসে কর কর্মকর্তাদের কাছে ১৩ হাজার ৮৬০ কোটি রুপি অপ্রদর্শিত আয় দেখান মহেশ সাহা। এই স্কিমে কর দিয়ে কালো রুপি সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

গুজরাটের আহমেদাবাদে বসবাসকারী বিলিয়নিয়ার মহেশ সাহকে (৪৫) নিয়ে ভারতে তোড়পাড় সৃষ্টি হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে ঘোষিত আয়ের ২৫ শতাংশ জমা দিতে বলা হয় তাকে। কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না।

আয়কর কর্মকর্তারা মহেশ সাহর বাড়ি, অফিস এবং তার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তেহমুল সেথনার বাসায় তল্লাশি চালিয়েছে তার খোঁজে। আয় ঘোষণায় সেথনা তাকে সহযোগিতা করেন। সেথনা জানিয়েছেন, কেউ জানেন না মহেশ সাহ কোথায় আছেন। তার বিনিয়োগের অবস্থা সম্পর্কেও কেউ জানেন না।

মহেশ শাহ পরিবার বলছে, তিনি আত্মগোপন করেননি। তবে ১৫ দিন ধরে তাকে পাওয়া পাওয়া যাচ্ছে না। তার ছেলে মনিতেশ সাহ বলেছেন, তিনি কোথায় আছেন, আমরা জানি না। তিনি এলেই আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন।

আয়কর কর্মকর্তারা বলেছেন, আয় ঘোষণার সময় মহেশ সাহর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা।

মহেশ সাহর আয় সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত জানতে না পারলেও তারা জানিয়েছেন, মহারাষ্ট্র, গুজরাট ও দক্ষিণ ভারতে রিয়েল স্টেট ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে।

এখন করকর্মকর্তারা খতিয়ে দেখছেন, কালো টাকার মালিক চক্রের সঙ্গে মহেশ সাহর যোগাযোগ আছে কি না।