
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে ১৬ কেজি ২৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় রবিউল ইসলাম নামে এক বিক্রেতাকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ জাকারিয়া রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রবিউল ইসলাম নামের একজনের কাছ থেকে ১৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। এর বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা।