সচিবালয় প্রতিবেদক : ১৬ ডিসেম্বর থেকে ডটবাংলা ডোমেইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
এ সময়ের মধে ডোমেইন চার্জ, লোকবল নিয়োগসহ সব কাজ সম্পন্ন করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সব কাজ শেষ করে ডটবাংলা ডোমেইন ১৬ ডিসেম্বরে চালু করতে আমরা বদ্ধপরিকর। ওই দিন থেকে জনগণ সেবা পাবে। ডটবাংলা ডোমেইন যাত্রার মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষাতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।’