
ঝালকাঠি প্রতিনিধি : চালককে মারধরের প্রতিবাদের ঝালকাঠি থেকে ১৭টি রুটে অনির্দিষ্টকালেরবাস ধর্মঘটঅব্যাহত রয়েছে।
বুধবার সকালে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, ঝালকাঠির সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজিবর রহমান জানান, গত শনিবার পিরোজপুর কোর্ট এলাকায়ঝালকাঠির বাসচালক নান্না সিকদার মারধরের শিকার হয়।
এ ঘটনার বিচার এবং জানমালের নিরাপত্তার দাবিতেমঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেন।