কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১০৭ জন রোহিঙ্গা ও টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী আটটি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ ছাড়া বুধবার পুলিশের হাতে আটক ৭০ জন রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে ফেরৎ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৭ রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ জন নারী ও ৪৮টি শিশু ছিল।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে মিয়ানমারের আটটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।
উখিয়া ও টেকনাফ থানা পুলিশ জানান, উখিয়া ও টেকনাফে আটক ৭০ জন রোহিঙ্গাকে বিজিবির মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।