
বলিউডের অন্যতম প্রখ্যাত অভিনেত্রী রেখা। সম্প্রতি টিভি শো ‘ঘুম হ্যায় কিসিকেই পেয়ার ম্যায়’-এর প্রোমোতে তাঁর উপস্থিতি ভক্তদের বিস্মিত করে। স্টার প্লাসের এই শোয়ের প্রোমোতে দেখার পর ফের পর্দায় রেখাকে দর্শন করতে ভক্তদের তর সইছে না।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ভক্তদের বিস্মিত করে এই শোয়ের আরেকটি প্রোমো প্রকাশ হয়েছে। এই প্রোমোর জন্য কত পারিশ্রমিক নিয়েছেন রেখা?
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এক মিনিটের প্রোমোতে নিজের উপস্থিতির জন্য পাঁচ থেকে সাত কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ বলিউড ডিভা।
এই শো স্টার প্লাসে প্রিমিয়ার হয় ২০২০ সালের ৫ অক্টোবরে।