সংসদ প্রতিবেদক : ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৬ লাখ ৩৭ হাজার ৮৬ জন বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে নুরুল ইসলাম ওমরের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
গোলাম দস্তগীর গাজীর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত জোট সরকারের আমলে ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। বর্তমানে ১৬২টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।