২০১৯ বিশ্বকাপের পর অবসর

ক্রীড়া ডেস্ক : অধিনায়কত্ব ছাড়লেও টিম ইন্ডিয়ার জার্সিতে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন মাহেন্দ্র সিং ধোনি।বিষয়টি নিশ্চিত করেছেন, ধোনির সবচেয়ে ঘনিষ্ঠবন্ধু ও ম্যানেজার অরুণ পাণ্ডে।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে বারবার চমক দেওয়া ধোনি অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়ার সময়ও চমক দিয়েছেন। টেস্ট ক্রিকেট ও অধিনায়কত্ব থেকে যখন সরে দাঁড়ান তখন তার সঙ্গেই ছিলেন স্ত্রী সাক্ষী। কিন্তু সাক্ষীও ধারণা করতে পারেনি ধোনি সাদা পোশাকের জার্সি তুলে রাখছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও তাই।

বুধবার আচমকা ধোনির সীমিত পরিসরে অধিনায়কত্ব না করার খবর আসে। ধোনির বন্ধু কাম ম্যানেজার অরুণ পাণ্ডে জানান, ধোনি যে অধিনায়কত্ব ছাড়বে এমন কোনো ধারণাও তার ছিল না!

আনন্দবাজার পত্রিকাকে পাণ্ডে বলেন,‘ক্রিকেট নিয়ে ধোনির সঙ্গে আমার নানা কথা হয়। গত কয়েক সপ্তাহে ক্রিকেট নিয়ে কোনও আলোচনা এড়িয়ে চলছিল। তখনই আমার সন্দেহটা হয়েছিল কিন্তু কোনো কিছুতেই অধিনায়কত্ব ছাড়বে এমন কোনো ধারণা তৈরি হয়নি।’

তবে পাণ্ডে জানান ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন। তার ভাষ্য, ‘বিশ্বকাপ পর্যন্ত ওর খেলা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। দেশের জন্য খেলার মোটিভেশনটা ওর এখনও খুব জোরালো। আজ সিদ্ধান্তটা নেওয়ার পর ধোনি পরিষ্কার আমায় বলল, ভারতের জার্সিতে ও খেলাটা চালিয়ে যেতে চায়। ২০১৯ বিশ্বকাপেও খেলতে চায়।’

ধোনির বন্ধু অবশ্য মনে করেন, ‘এ বার ক্রিকেটে ও আরও বেশি করে মন দিতে পারবে। বেশ কিছুদিন খেলাটা চালিয়েও যেতে পারবে। এখন ওর বয়স ৩৫। দারুণ ফিট। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ফিটনেসটা ধরে রাখতে সে রকমই পরিশ্রম করে। দশ বছর আগেও ও এত ফিট ছিল বলে আমার মনে হয় না। দেশের অন্য কিংবদন্তি ক্রিকেটাররা যদি ৩৮-৪০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারে, তা হলে ধোনিই বা পারবে না কেন?’’