আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন জানিয়েছেন, তার ধারণা ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করবে স্কটল্যান্ড। সোমবার আইটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘ আমি মনে করি স্কটল্যান্ড স্বাধীন হবে। হ্যা, তবে সেটা স্কটল্যান্ডের লোকজনের নিজস্ব পছন্দ।’
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, আগামী ৮ জুন ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে স্টারজিওনের দল স্কটিশ ন্যাশনাল পার্টি ইংলিশ সীমান্তের উত্তরের অধিকাংশ আসনে জয় পাবে। স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে দলটি এর আগে ৫৪টি আসন পেয়েছিল। তবে এবার হয়তো সেখানে কিছু আসন হারাতে পারে।
২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে ‘হ্যা’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হয়।গণভোটে মাত্র ১০ শতাংশের ব্যবধানে থেমে যায় স্কটল্যান্ডের স্বাধীনতা।