২০ ডিসেম্বর থেকে শুরু অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক : ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জয়ের পর চার মৌসুম শিরোপার স্বাদ পায়নি সিডনি সিক্সার্স।

২০১৪ সালে ফাইনালে উঠলেও রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার আবারও শিরোপার মিশন নিয়ে যাত্রা শুরু করছে সিডনির দলটি। প্রস্তুতিও নিচ্ছে পুরোদমে। বুধবার বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। ১৬ ডিসেম্বর হংকংয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

বুধবার নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে বিগ ব্যাশের শিরোপা প্রত্যাশীদলটি। আগে ব্যাটিং করে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে। বাংলাদেশের ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টি হানা দেয় সিডনিতে। বৃষ্টির কারণে ১২ ওভার ভেস্তে যায়। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। সেই রান তাড়া করতে নেমে ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

টাইগার্সের বিপক্ষে হারলেও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলতে পেরে নিজেদের ভাগ্যবান ভাবছেন সিডনি সিক্সার্সের ক্রিকেটার রায়ান কার্টার্স। ম্যাচ পরবর্তীতে এক সাক্ষাৎকারে সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান কার্টার্স বলেন,‘আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে খেলতে পেরে আমরা ভাগ্যবান। আমাদের এখন প্রস্তুতি চলছে। আজ নর্থ সিডনি ওভালে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল। অধিকাংশই বাংলাদেশকে সাপোর্ট করেছে। তবুও বিপুল পরিমাণ দর্শকের সামনে খেলতে পেরে সত্যিই ভালো লেগেছে।’

২৬ বছর বয়সি এ ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও আজ বাংলাদেশের বিপক্ষে ২ ওভার বোলিং করেছেন। ডানহাতের স্পিন বোলিংয়ে ২৬ রানের খরচে নিয়েছেন সাব্বির রহমানের উইকেট।