নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন করা হবে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অন্যদের মধ্যে আবুল কালাম আজাদ এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনসহ অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, ড. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। অধিবেশনে ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।