নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগষ্টের খুনিদের মূল হোতা বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও পরিকল্পনাকারীদের বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকদের নিয়ে ক্ষমতায় এসেছিল। ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান। সেই গ্রেনেড হামলায় নিহতদের মূল হোতা ।
কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে বিচার কাজ শেষ হবে।
দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বিএনপির অংশ বলে জানান কামরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আজিজুর রহমান, নাজিম উদ্দিন প্রমুখ।